Fri. Sep 19th, 2025
Advertisements

9খোলা বাজার২৪, রোববার, ১ মে, ২০১৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাময়িকী ‘টাইম’-এর বিবেচনায় সবচেয়ে প্রভাবশালী ১০০ জনকে নিয়ে আয়োজিত অনুষ্ঠান ‘টাইম ১০০ গালা’তে ট্রাম্পের সমালোচনা করেন এই বলিউড সেনসেশন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে মুসলমান অভিবাসনপ্রত্যাশীদের ওপর নিষেধাজ্ঞা চাওয়া ট্রাম্পের সমালোচনা করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমি মনে করি, আপনি কারো ওপর নিষেধাজ্ঞা দিতে পারেন না। একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে সাধারণীকরণ করা আদিম ব্যাপার।’
প্রিয়াঙ্কা বলেন, সন্ত্রাসবিরোধী লড়াই জটিলতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ লড়াইয়ে যেকোনো এক পক্ষের দিকে নজর দেওয়া উচিত নয়।
নজরকাড়া অভিনয় করে বলিউড মাতানোর পর হলিউডেও আলোচিত হচ্ছেন প্রিয়াঙ্কা। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় করছেন তিনি। সিরিজটি ‘স্টার ওয়ার্ল্ড’-এ প্রচারিত হচ্ছে। এ ছাড়া হলিউডের চলচ্চিত্র ‘বেওয়াচ’-এও অভিনয় করছেন তিনি।
সম্প্রতি টাইমের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান পান প্রিয়াঙ্কা চোপড়া। তাঁকে নিয়ে একটি প্রচ্ছদও ছেপেছে সাময়িকীটি। টাইমের এ তালিকায় অন্যদের মধ্যে আছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ, সংগীতশিল্পী নিকি মিনাজ, ধনকুবের ও প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প প্রমুখ।