Sun. Sep 21st, 2025
Advertisements

11খোলা বাজার২৪, রোববার, ১ মে, ২০১৬:নিজেদের হার্ডওয়্যার শাখা তৈরি করছে ওয়েব জায়ান্ট গুগল। নতুন এই শাখার দায়িত্ব দিতে ফিরিয়ে আনা হচ্ছে আগের এক নির্বাহীকে।
প্রযুক্তি সাইট নেক্সট ওয়েব জানিয়েছে, রিক অস্টারলো নামের ওই সাবেক কর্মকর্তা গুগল যখন লেনেভো’র কাছে মটোরোলা বিক্রি করে, তখন গুগল থেকে তিনি চলে যান। তিনি এখন ফিরে আসছেন নতুন হার্ডওয়্যার শাখার নেতৃত্ব দেওয়ার জন্য। সিলিকন ভ্যালিভিত্তিক সংবাদ সাইট রি/কোড জানিয়েছে নেক্সাস,অন হাব, ক্রোমবুক, পিক্সেল-এর মতো গুগলের সব হার্ডওয়্যার ব্যবসায়কে একই ছাদের নিচে আনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গুগলের প্রধান গ্রাহক উপযোগী পণ্য গুগল নেস্ট পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হলেও, নেস্ট প্রধান টনি ফেডেল-এর আওতায় থাকা ‘গ্লাস’-কে এই শাখার অন্তর্ভূক্ত করা হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে গুগল অনেক বুদ্ধিমান পদক্ষেপ নিয়েছে। বিশেষভাবে তারা নেক্সাসকে তাদের হ্যার্ডওয়ার শাখায় অন্তর্ভুক্ত করতে চায়। যদি একটি শাখা থেকে এই সব পণ্যগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, তবে প্রতিষ্ঠানটির ‘সাপ্লাই চেইন’ অনেকটা সহজ হবে বলে জানিয়েছে নেক্সট ওয়েব।