Sat. Sep 20th, 2025
Advertisements

10খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: ভিয়েতনামের উপকূলে অজ্ঞাত কারণে অসংখ্য মাছের মৃত্যুতে শত শত মানুষ বিরল প্রতিবাদ-বিক্ষোভ করেছে।
বিবিসি বলছে, এপ্রিলের প্রথম দিক থেকে ১২৫ মাইল উপকূলজুড়ে অসংখ্য মাছ মরে ভেসে উঠছে।
দেশটির সরকারি তদন্তে তাইওয়ানিজ ফরমোসা প্লাস্টিকসের মালিকানাধীন ইস্পাত কারখানার সঙ্গে মাছের এই মৃত্যুর কোনো সম্পর্ক খুঁজে পায়নি।
কিন্তু রাজধানী হ্যানয়ে বিক্ষোভকারীরা ওই কোম্পানিকেই দোষারোপ করছে এবং ‘ফরমোসা আউট’ লেখা প্ল্যাকার্ডও বহন করে তারা।
একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ফরমোসা পরিবেশ ধ্বংস করে অপরাধ করছে’। অপর একজনের প্ল্যাকার্ডে লেখা, ‘কে কেন্দ্রীয় অঞ্চলের পানি বিষাক্ত করছে?’
গেল শুক্রবার দেশটির পরিবেশমন্ত্রী ট্রান হং হা বলেন, মাছের এই লাগামহীন মৃত্যু পরিবেশের বিশাল ও গুরুতর বিপর্যয়।
তিনি স্বীকার করেন, এ ব্যাপারে সরকার একটু দেরিতেই কাজ শুরু করেছে।
ভিয়েতনামে বড় ধরনের প্রতিবাদ-মিছিল বিরল। কিন্তু রোববারের প্রতিবাদ-বিক্ষোভের ব্যাপারে পুলিশ সম্মতি দেয় এবং রাস্তা খালি করে দিয়ে মিছিল এগিয়ে যাওয়ায় সহায়তা করে।
দেশটির উপকূলীয় অঞ্চলের জেলেরা এই ঘটনায় বিপাকে পড়েছেন। নিষেধাজ্ঞা জারির কারণে তারা তাদের সংগ্রহে থাকা মাছ বিক্রি করতে পারছেন না।
অবশ্য সামুদ্রিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবছরের ৬৬০ কোটি মার্কিন ডলারের বার্ষিক আয়ে এই ঘটনা প্রভাব ফেলবে না।