Fri. Sep 19th, 2025
Advertisements

16খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: আবার হেরেছে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার রাতে পুনের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। তারা জিতেছে ৮ উইকেটে। টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্সের এটি নয় ম্যাচে পঞ্চম জয়। অন্যদিকে আট ম্যাচে ধোনির পুনের এটি ষষ্ঠ হার।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৫৯ রান সংগ্রহ কর রাইজিং পুনে। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন সৌরভ তিওয়ারি। এছাড়া স্মিথ ২৩ বলে ৪৩ (চারটি চার ও তিনটি ছক্কা), ধোনি ২৪ ও পেরেরা করেন অপরাজিত ১২ রান। মুম্বাইর হয়ে বুমরাহ তিনটি, ম্যাক্লেনাঘান ও হরভজন একটি করে উইকেট লাভ করেন।
১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার নৈপুন্যে জয় পায় মুম্বাই। ৯ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায় রোহিত শিবির। ৬০ বলে অনবদ্য ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত শর্মা। যে ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কার মার। ১৭ বলে ২৭ রানে অপরাজিত থাকেন বাটলার। এছাড়া প্যাটেল ২১ ও রাইডু ২২ রান করেন।
ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।