Thu. Sep 25th, 2025
Advertisements

7খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: বিচ্ছেদের পর এই প্রথম একসঙ্গে দেখা গেলো হৃতিক-সুজানাকে। রোববার (১ মে) সান্তা ক্রুজ রেস্টুরেন্টে দুই পুত্র রেহান (১০) ও ঋধানকে (৮) নিয়ে একান্তে কিছু সময় কাটিয়েছেন তারা।
এ বিষয়ে হৃতিকের ঘনিষ্ঠসূত্র জানায়, ‘অন্যান্য বাবা-মায়ের মতো সন্তানের জন্মদিনকে স্মৃতিময় করে রাখতে চেয়েছেন হৃতিক ও সুজানা। এ জন্য ঋধানের জন্মদিন উপলক্ষে রোববার সান্তা ক্রুজ রেস্টুরেন্টে সুখী পরিবারের মতো একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। ২০১৪ সালে বিচ্ছেদের পর এই প্রথম একসঙ্গে দেখা গেলো তাদের। একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দবোধও করছিলেন তারা।’
এ সময় হৃতিক-সুজানার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সোনালি বেন্দ্রে, সুজানার বোন ফারাহ খান আলি এবং ভাবী মালাইকা পারেখ।