Sat. Sep 20th, 2025
Advertisements

9খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: ৬মে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুভ ও তিশা জুটির প্রথম সিনেমা ‘অস্তিত্ব’। তাইতো গতকাল রোববার সন্ধ্যায় কালবৈশাখীও দমিয়ে রাখতে পারেনি আরিফিন শুভ ও তিশাকে। সবকিছুকে উপেক্ষা করেই ছুটছেন অস্তিত্বের প্রচারে।
যে করেই হোক সিনেমাটি দেখার জন্য দর্শককে প্রেক্ষাগৃহে আনতে চান তারা। এই জন্য দিনরাত ছুটোছুটি করছেন।
এ নিয়ে তিশা বলেন, আমরা চাই ‘অস্তিত্ব’ ছবিটি সবাই দেখুক। তাই তো সবাইকে বলছি। সবাই আমাদের যেভাবে আন্তরিকতা দেখাচ্ছে তাতে মুগ্ধও হচ্ছি। যেখানেই যাচ্ছি, বাংলা সিনেমা সম্পর্কে ইতিবাচক সাড়া পাচ্ছি। এভাবেই একদিন বাংলা সিনেমা এগিয়ে যাবে।
এদিকে শুভ বলেন, এই ছবির মাধ্যমে আমরা একটি মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি। ‘আমরা এটাকে শুধু একটি ছবি বলছি না’। আমরা চাই এই উদ্যোগের ব্যাপারটি সবাই জানুক। তাই তো আমরা ‘অস্তিত্ব’ নিয়ে ব্যস্ত আছি। ‘ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আমার মনে হয়েছে, সবাই সিনেমা দেখতে চান’।
কিন্তু সিনেমাপ্রেমী এসব মানুষের কাছে ঠিকভাবে সিনেমার বার্তাটা পৌঁছায় না। তাই তারা কোনো ভালো সিনেমা মুক্তি পেলেও দেখা থেকে বঞ্চিত থেকে যান। তাছাড়া এখন আমরা সবাই অনেক বেশি ব্যস্ত। কেউ কাউকে কোনো কিছু না জানালে, ক্ষেত্রবিশেষে নিজে থেকে জানতেও চাই না। আমরা জানাচ্ছি এবং সবাই আমাদের স্বাগত জানাচ্ছেন।
আরিফিন শুভ ও তিশা টিভি নাটকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেও এই প্রথম বড় পর্দায় জুটিবদ্ধ হলেন।