Mon. Sep 22nd, 2025
Advertisements

13খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: বিশুদ্ধ বাতাস শহরে এখন নেই বললেই চলে। বিষাক্ত সীসাযুক্ত বাতাস আনাচে কানাচে। এ বিষয়টিকে মাথায় রেখেই এবার ভারতে বোতলজাত বিশুদ্ধ বাতাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কানাডা।
ভারতের হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, প্রতি নিঃশ্বাসের খরচ পড়তে পারে সাড়ে ১২ রুপির মতো।
এর আগে ২০১৫ সালে ভাইটালিটি এয়ার নামের কানাডিয়ান কোম্পানিটি চীনের বাজারেও বোতলজাত বাতাস বিক্রি করেছিল। ভারত ও চীনের বাতাস দূষণের মাত্রা প্রায় একই হওয়ায় তারা এবার ভারতেও বিশুদ্ধ বাতাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
ভাইটালিটি এয়ারের প্রতিষ্ঠাতা মোজেস লাম হিন্দুস্থান টাইমসকে জানান, গত বছরের শুরুর দিকে এক নতুনত্ব নিয়ে নিয়ে ব্যবসা শুরু হয়েছিল। দূষিত বাতাসের কারণে একটা সময় মানুষ আমাদের এ পণ্য কিনতে শুরু করে।
চীনে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে এ বোতলজাত বিশুদ্ধ বাতাস।
খবরে বলা হয়, ৩ এবং ৮ লিটারের ক্যানে এ বাতাস পাওয়া যাবে। ৩ লিটারের ক্যানের দাম পড়বে ১ হাজার ৪৫০ রুপি এবং ৮ লিটারের ক্যানের দাম পড়বে ২ হাজার ৮০০ রুপি। সে হিসেবে প্রতি নিঃশ্বাসের মূল্য সাড়ে ১২ রুপি।