Wed. Sep 17th, 2025
Advertisements

43খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: বিশ্বজুড়ে এখন বড় স্ক্রিনের স্মার্টফোনের চল। এরই মধ্যে বাজারে এলো বিশ্বের সবচেয়ে ছোট অ্যানড্রয়েড ফোন ‘মাইক্রো এক্স এস-২৪০’।
টেকক্রাঞ্চের খবর অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ছোট অ্যানড্রয়েড ফোনের স্বীকৃতি পাওয়া মোবাইল সেটের স্ক্রিনের সাইজ মাত্র আড়াই ইঞ্জি। আর স্টোরেজের সুবিধা রয়েছে ৪ জিবি। ডুয়াল কোর প্রসেসরের এই মোবাইলের র‌্যাম ৫১২ এমবির। ক্যামেরা আছে ২ মেগাপিক্সেলের। অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সনের এই মোবাইলটিতে কোনো ফ্রন্ট ক্যামেরা রাখা হয়নি।
‘মাইক্রো এক্স এস-২৪০’ ফোনটি বাজারে ছেড়ে মোবাইলের বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘পোশ মোবাইল’-এর অভিমত, অধিকাংশ সময় এত বড় স্মার্টফোন নিয়ে চলাফেরা করা কঠিন। যারা ছোট ফোনে অভ্যস্ত, তাঁরা এই ‘লিলিপুট স্মার্টফোন’ পছন্দ করবেন নিশ্চয়ই।
বিশ্বের সবচেয়ে ছোট এই মোবাইল ফোনটির দাম রাখা হয়েছে মার্কিন ২৯.৯৯ ডলার।