খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: গবেষকেরা বলছেন, মুক্তচিন্তা আমাদের মস্তিষ্কের তৈরি বিভ্রম বা মায়াজাল হতে পারে। আমরা যেটা স্বাধীন চিন্তা বা স্বাধীন ও সচেতনভাবে পছন্দ করা বিষয় বলে ভাবি, আসলে তা মোটেও মুক্তচিন্তা নয়। আমাদের মস্তিষ্ক একটি বিভ্রম সৃষ্টি করে, আমাদের মুক্তচিন্তার সে অনুভূতিটি দেয়মাত্র! একদল মার্কিন গবেষক এমনটাই দাবি করেছেন।
দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি মার্কিন গবেষকেরা মুক্তচিন্তার উৎপত্তিসংক্রান্ত একটি পরীক্ষা চালান, যেখানে পছন্দের মূল ফলাফল জানার আগে স্বাধীনভাবে কোনো বিষয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষায় দেখা যায়, যেখানে মুক্তচিন্তা অসম্ভব ব্যাপার, সেখানেও মস্তিষ্ক বিভ্রম সৃষ্টি করে স্বাধীন চিন্তা করা হয়েছে এমন অনুভূতি সৃষ্টি করে।
প্রায় দুই দশক আগে মনস্তাত্ত্বিক ড্যান ওয়েগনার ও থালিয়া হুইটলি মুক্তচিন্তা নিয়ে গবেষণা করেন। গবেষণাপত্রে তাঁরা বলেন, মুক্তচিন্তার ক্ষেত্রে মানুষ নিজের ওপরই চালাকি খাটায়। তাঁরা বলেন, কোনো কিছু করতে চাওয়ার অনুভূতি সত্যিকার হতে পারে, কিন্তু কোনো কিছু সত্যিকার অর্থে করা আর তার অনুভূতির বিষয়টির মধ্যে কোনো সংযোগ নেই।
বর্তমানে গবেষকেরা দুই দশক আগের ওই গবেষণার ওপর ভিত্তি করে নতুন গবেষণাটি করেন। গবেষকেরা বলেন, মস্তিষ্ক যখন নিজস্ব পছন্দ তৈরি করে, তখন মস্তিষ্কের ইতিহাস নতুন করে রচিত হয়। স্মৃতির পরিবর্তন ঘটে এবং কোনো কিছু করার আগেই আমরা তা করতে চাই বলে বিশ্বাস করে নিই।
সায়েন্টিফিক আমেরিকান সাময়িকীতে গবেষকেরা বলেন, মুক্তচিন্তা একদিকে যেমন জীবনের ওপর নিয়ন্ত্রণের অনুভূতি সৃষ্টি করে, তেমনি একই প্রক্রিয়ায় আবহাওয়ার মতো বাইরের প্রক্রিয়ার ওপরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে—এমন অনুভূতির বিভ্রমও সৃষ্টি করে।