Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: সায়েন্সফিকশনের মতোই এক অত্যাশ্চর্য পরিকল্পনা নিয়ে এলো মার্কিন টেক জায়ান্ট গুগল। মানুষের চোখে কম্পিউটার বসানোর পরিকল্পনা করছে তারা। এরই মধ্যে এই কম্পিউটারের পেটেন্টের জন্য আবেদনও পেশ করা হয়ে গেছে।
অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদ ওয়েবসাইট নিউজ ডট কম জানিয়েছে, গুগলের এই কম্পিউটারের কাজ হবে মানুষের দৃষ্টিশক্তিকে আরো উন্নত করা। এ ছাড়া নাকি নানা তথ্য বিশ্লেষণ করার কাজে ব্যবহার করা যাবে এই কম্পিউটার। যদিও কীভাবে তা করা হবে, তা নিয়ে গুগল কর্তৃপক্ষ কিছুই জানায়নি।
বিশেষজ্ঞরা এই কম্পিউটারের নাম দিয়েছেন ‘গুগল আই’। মানুষের চোখে স্থাপন করা হলে, যে আলো এই কম্পিউটারের ওপর পড়বে, সেই আলোর তারতম্য থেকেই এটি মানুষের দৃষ্টিশক্তিকে আরো কার্যকর করে তুলবে। এ ছাড়া ক্ষুদ্র এই কম্পিউটারে কিছু পরিমাণ মেমোরি সংরক্ষণ করার ব্যবস্থাও রাখা হচ্ছে। আরো থাকছে একটি রেডিও।
একটি বিশেষভাবে তৈরি অ্যান্টেনার সাহায্যে কম্পিউটারটিকে চার্জ করা যাবে।
অবশ্য মানুষের চোখে এ রকম জটিল একট যন্ত্র বসানো যে সোজা কাজ নয়, তা বলাই বাহুল্য। আগ্রহীকে প্রথমে একটি ছোটখাটো অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে।
কবে নাগাদ বাজারে এই ‘গুগল আই’ পাওয়া যাবে কিংবা এর দাম নিয়ে গুগল কর্তৃপক্ষ কোনো তথ্য এখনো প্রকাশ করেনি। অবশ্য এ ধরনের প্রচেষ্টা গুগলের জন্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে গুগল বাজারে এনেছিল গুগল গ্লাস। বিদ্ঘুটে ডিজাইন এবং গোপনে ছবি ও ভিডিও করার মতো ফিচারগুলো থাকার কারণে প্রযুক্তিবিশ্বে সেটি তেমন জনপ্রিয় হয়নি। তাই এবার গুগল আনতে যাচ্ছে আরো উন্নত এই গুগল আই।