Wed. Sep 24th, 2025
Advertisements

38খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: ক্যারিয়ারে প্রথবারের মতো কোন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করলেন শর্মিলী আহমেদ।
বিশ্ব মা দিবস উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য দীপু হাজরার প্রযোজনায় নির্মিত অনুষ্ঠান ‘আমার মা, আমার পৃথিবী’ উপস্থাপনা করেছেন এই গুণী শিল্পী। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকছেন রিচি সোলায়মান, আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার এবং ফারজানা চুমকি। অনুষ্ঠানটির আরও থাকবেন অতিথিদের সন্তানেরা।
সম্প্রতি অনুষ্ঠানটি একুশে টেলিভিশনের নিজেস্ব স্টুডিওতে ধারণ করা হয়। মিডিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত মা এবং তাদের সন্তানদের পারস্পারিক সম্পর্কের বিভিন্ন দিক অনুষ্ঠানটিতে উপস্থাপন করা হয়েছে। কাজের ব্যস্ততার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ ভাবনা নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেছেন অতিথিরা ।
অনুষ্ঠান সম্পর্কে শর্মিলী আহমেদ জানান, মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ করলেও কখনও উপস্থাপনা করা হয়ে উঠেনি। অনুষ্ঠানটির অতিথিরা আমার সন্তানতুল্য। অনুষ্ঠানের অতিথি এবং ওদের সন্তানদের সাথে আড্ডা দিয়ে দারুন উপভোগ করেছি। বিশ্ব মা দিবস উপলক্ষে আগামী ৮মে রাত ১০টায় অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে প্রচার হবে।