Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ৠাংকিংয়ের শীর্ষে উঠে এলো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন নেই।। রেটিং পয়েন্টও অপরিবর্তিত। ৯ নম্বরে থাকা আফগানিস্তানের পরেই টাইগারদের অবস্থান। রেটিং পয়েন্ট ৭৪।
বার্ষিক হালনাগাদের পর আইসিসির সবশেষ টি-২০ ৠাংকিংয়ে রীতিমতো ঝড়ের বেগেই তালিকার শীর্ষস্থান দখল করে কিউইরা! দুই ধাপ টপকে ভারতকে হটিয়ে প্রথমবারের মতো এক নম্বর অবস্থানে উঠে এসেছে ব্ল্যাক ক্যাপসরা। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ১২, ভারতের ৬। দু’দলেরই সমান ১৩২ পয়েন্ট। তবে পয়েন্টের ভগ্নাংশের হিসেবে (+০.২১) এগিয়ে নিউজিল্যান্ড।
এদিকে, টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের এক ধাপ অবনমন হয়েছে। ৩ রেটিং পয়েন্ট কমে যাওয়ায় এক ধাপ পিছিয়ে তিন নম্বরে ক্যারিবীয়রা। ইংল্যান্ড (-১) ও দক্ষিণ আফ্রিকার (+৪) অবস্থানে রদবদলে চার নম্বরে শোভা পাচ্ছে প্রোটিয়াদের নাম। তিন দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১২২, ১১৯, ১১৪।
শীর্ষ দশের বাকি পাঁচটি দেশের অবস্থানই অপরিবর্তিত। তবে বাংলাদেশ বাদে চার দলেরই রেটিং পয়েন্ট কমেছে। ছয় থেকে নয় নম্বরে থাকা দলগুলো হলো অস্ট্রেলিয়া (-২, ১১০), পাকিস্তান (-৩, ১০৪), শ্রীলঙ্কা (-৭, ৯৮) ও আফগানিস্তান (-৩, ৭৮)