Sat. Aug 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: বছরের শুরু থেকেই সৌরজগতের বেশ কিছু বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে বিশ্ব। কখনও ‘রেড সুপার মুন’ তো কখনও ‘মিনি মুন’। বেশ কয়েকদিন আগে দেখা গিয়েছিল সূর্যের চারিদিকে এক বিরল রামধনু বলয়। এগুলো যদি ‘মিস’ করে গিয়ে থাকেন তবে আপনার জন্য আসছে আরও এক বিরল ঘটনা।
সৌরজগতের সবথেকে ছোট গ্রহ হলো বুধ। এই ছোট্ট গ্রহটি সূর্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অতিক্রম করবে ৯ মে। আর এই দৃশ্য দেখবে গোটা বিশ্ব। ৮ লাখ ৬৫ হাজার মাইল দৈর্ঘ্যের সূর্যের বিশাল ব্যাস অতিক্রম করার সময় বুধকে দেখতে লাগবে সূর্যের গায়ে একটা ছোট্ট বিউটি স্পটের মতো। গোটা ঘটনাটা চলবে প্রায় ৪ ঘণ্টা ধরে। প্রায় গোটা বিশ্ব থেকেই দেখা যাবে বুধের এই সূর্য ভ্রমণ।
কিভাবে দেখবেন?
বুধ যেহেতু সৌরজগতের সবথেকে ছোট গ্রহ, তাই খালি চোখে এই দৃশ্য দেখতে পাওয়া মুশকিল। এই দৃশ্য দেখতে দূরবীন বা টেলিস্কোপের সাহায্য নিন। কখনই খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না। ৯ মে যদি এই দৃশ্য মিস করেন, তবে কিন্তু অপেক্ষা করতে হবে ২০১৯ পর্যন্ত। এই দৃশ্য আবার দেখা যাবে ১১ নভেম্বর, ২০১৯ সালে।

অন্যরকম