Thu. Sep 25th, 2025
Advertisements

56খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: বিতর্কিত ধনকুবের বিজয় মালিয়া শেষমেশ পালিয়ে গিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তবে আতœপক্ষ সমর্থনে মার্চে মালিয়া ট্যুইটারে লিখেন, তিনি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী যাকে সবসময় ভ্রমণ করতে হয়। ভারত থেকে পালিয়ে গেছেন এই অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।
২০১৩ সালে কিংফিশার এয়ারলাইন্স ব্যবসা পুরোপুরি ধস হওয়ার পর ভারতের রাষ্ট্রায়াত্ত ও অন্যান্য ব্যাংকগুলোতে মালিয়ার প্রায় ১০০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক ঋনের চাপে পড়েন বিজয় মালিয়া। চলতি বছরের মার্চে তিনি ভারত ত্যাগ করেন এবং ধারণা করা হয় বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।
ভারতীয় আদালত মালিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর গেল মাসে ভারতীয় কর্তৃপক্ষ মালিয়ার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। একইসঙ্গে তাকে ভারতের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে রয়েল চ্যালেঞ্চ ব্যাঙ্গালুরু নামে দলটির এক সময়কার মালিক ছিলেন বিজয় মালিয়া।