Tue. Sep 16th, 2025
Advertisements

8খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: সালমান খানের সঙ্গে ছবি করতে চাইছেন রাজকুমার সন্তোষী। ছবির নায়িকা হিসেবে তিনি ক্যাটরিনা কাইফের কথা ভাবছেন। সালমান-ক্যাটরিনা জুটিকে পর্দায় এনে একধাপ এগিয়ে থাকতে চাইছেন তিনি।
রাজকুমার সন্তোষীর আগে ছবি ফটা পোস্টার নিকলা হিরো বক্স অফিসে সেভাবে সাফল্য অর্জন করতে পারেনি। তাই এবার আর রিস্ক নিতে চাইছেন না। তবে ক্যাটরিনা যদি রাজি না হন, বিকল্পও ভেবে রেখেছেন সন্তোষী। দীপিকাকে কাস্ট করবেন তিনি। দীপিকার সঙ্গে খানিক কথাবার্তা এগিয়েও রেখেছেন। শুধু পাকা কথা বলেননি। তার আগে ক্যাটরিনার সঙ্গে একবার কথা বলে নিতে চান।
আগে শোনা গিয়েছিল কবীর খানের ছবি টিউবলাইটে সলমানের বিপরীতে অভিনয় করতে পারেন দীপিকা। কিন্তু ছবিতে যে দীপিকা থাকছেন না, সে খবর সম্প্রতি সামনে এসেছে। তাই সন্তোষীর ছবিতে যদি সলমান-ক্যাটরিনা জাদু নাও দেখা যায়, সলমান-দীপিকার কেমিস্ট্রি দেখার সুযোগ হয়তো পাওয়া যাবে।