Tue. Sep 16th, 2025
Advertisements

11খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: ভারতের বিদেশ মন্ত্রণালয় আজ জানিয়েছে, তারা বাংলাদেশে ভিসা প্রার্থীদের জন্য বিদ্যমান ব্যবস্থা আরো সহজ করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ সাপ্তাহিক ব্রিফিংকালে বলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন সম্ভবত প্রতি বছর অন্যান্য যে কোন দেশের তুলনায় সর্বাধিক সংখ্যক ভিসা ইস্যু করে এবং এতে কিছু সমস্যা দেখা দেয়।
তিনি বলেন, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভিসার আবেদনের সংখ্যা চারগুণ বৃদ্ধি পেয়েছে।
স্বরূপ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে এবং বাংলাদেশে ভারতীয় ভিসা বাড়তি চাহিদা পূরণ করার জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে।