Wed. Sep 17th, 2025
Advertisements

20খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: ইসলামী ব্যাংকে চার নতুন পরিচালক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়োগ পাওয়া পরিচালকরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী ও ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এম. আযিযুল হক।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ইসলামী ব্যাংকের নতুন চার পরিচালকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, ৪ জনের মধ্যে সামীম মোহাম্মদ আফজাল ছাড়া বাকি তিন জনেরই ব্যাংকিং খাতের অভিজ্ঞতা রয়েছে। অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তিনি সাধারণ বীমা করপোরেশনের পরিচালক ছিলেন। এছাড়া হেলাল উদ্দিন চৌধুরী ও এম আযিযুল হক দুজনই সাবেক ব্যাংকার।
ব্যাংক কোম্পানি আইনের ১৫ ধারার ৪ উপধারা অনুযায়ী যেকোনো ব্যাংকে চেয়ারম্যান বা পরিচালক নিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হয়। এরই অংশ হিসেবে ইসলামী ব্যাংকের পর্ষদ পরিচালকদের একটি তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। সেই তালিকায় কেউ ঋণ খেলাপি আছে কিনা, তারা পরিচালক হওয়ার যোগ্য কিনা কিংবা তাদের ব্যাংকের নীতি প্রণয়ন করার মতো সক্ষমতা আছে কিনা এসব বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বৃহস্পতিবার(৫মে) অনাপত্তিপত্র পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকেও এই ৪ জনের বিষয়ে অনাপত্তি নিতে হয়েছে।