Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: ইউটিউব থেকে টপাটপ গান বা ভিডিও ডাউনলোড করতে পারছেন না? ডাউনলোডার দিয়ে আপলোড করতে হচ্ছে? তবে আর নয়, এখন অনেক সহজেই, ডাউনলো়ডার ছাড়া গান বা ভিডিও মুহূর্তেই ডাউনলোড করতে পারবেন। কী ভাবে? আসুন জেনে নিই।
১। প্রথমে ইউটিউবে যান। সেখানে আপনার পছন্দের গান বা ভিডিও সার্চ করে ওপেন করুন।
২। সেই গান বা ভিডিওটি চালান। এর পর ইউআরএল ুড়ঁঃঁনব.পড়স এ গিয়ে ুড়ঁঃঁনব শব্দটি থেকে শেষ তিনটি লেটার ঁনব ডিলিট করে দিন। সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন ুড়ঁঃ.পড়স এ।
৩। একটা নতুন পেজ ওপেন হতেই ভিডিও বা গানের ফরম্যাটের(সঢ়৩/সঢ়৪) একটি অপশন আসবে। সেই সঙ্গে কোয়ালিটির অপশনও থাকবে। এর ঠিক নীচে লাল রঙের একটা ডট থাকবে। ওখানে গিয়ে ক্লিক করলেই গান বা ভিডিও ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে।