Sun. Sep 21st, 2025
Advertisements

24খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে এখন পর্যন্ত দারুণ খেলছে কলকাতা নাইট রাইডার্স। নয় ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে তারা।
নাইটদের অধিনায়ক গৌতম গম্ভীরও দারুণ ছন্দে রয়েছেন। ইতোমধ্যে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির মালিক হয়েছেন। তার হাফ সেঞ্চুরির সংখ্যা এখন ৩০টি।
গম্ভীরের পরই আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তার হাফ সেঞ্চুরির সংখ্যা ২৯টি। আর ২৮টি হাফ সেঞ্চুরি করে তৃতীয় অবস্থানে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।