Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: ৬.৪ ইঞ্চি স্ক্রিনের নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন বাজারে ছাড়তে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি।
প্রযুক্তিবিষয়ক মার্কিন সংবাদ সাইট ভার্জ জানায়, চলতি মাসের মাঝামাঝি শিয়াওমির নতুন অনেক পণ্যের সঙ্গে বড় আকারের ‘মি ম্যাক্স’ নামের স্মার্টফোনটিও বাজারে আনতে যাচ্ছে। অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৫০ মডেলের প্রসেসর এবং ৬.৪ ইঞ্চি আকারের ১০৮০পি স্ক্রিন।
অবশ্য মি ম্যাক্স-ই এ আকারের প্রথম ফোন নয়। তবে বাজারে অন্যান্য ফোনের সাধারণ বিবেচনায় এর আকারকে ‘নিশ্চিতভাবে আলাদা’ বলে মত দিয়েছে সাইটটি।
স্মার্টফোনবিষয়ক সাইট জিএসএম অ্যারিনা জানিয়েছে, কালো, সাদা আর সোনালি- এই তিন রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। এর মাল্টিটাচ ফিচারযুক্ত ডিসপ্লে’র সঙ্গে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৪। এতে রয়েছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ২ জিবি র‌্যাম আর ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৩ জিবি র‌্যাম, সেই সঙ্গে থাকছে ২০০ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড যোগ করার সুবিধা। ১৬ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, টাচ ফোকাস, ফেইস ডিটেকশন, প্যানোরামা আর এইচডিআর ফিচার।
আধা ঘন্টায় এর ব্যাটারি ৮৩ শতাংশ চার্জ হবে বলে জানিয়েছে সাইটটি।