Wed. Sep 17th, 2025
Advertisements

27খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩২৯ পয়েন্টে। ডিএসইতে ৪৯৩ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৯৬ কোটি ৭৮ লাখ টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর।
দিনেশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৯ কোটি টাকা। লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।