Tue. Sep 23rd, 2025
Advertisements

33খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার সনদ প্রকাশ করেছে দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর আগে মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে দিল্লিতে ক্ষমতাসীন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (এএপি)।
এনডিটিভি জানায়, আজ সোমবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদির সব শিক্ষাগত যোগ্যতার সনদ প্রদর্শন করা হয়। সেখানে মোদির স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেখানো হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ এবং অর্থমন্ত্রী অরুণ জেটলি।
এর আগে কয়েকবার মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেননি মোদি। আর গুজরাট বিশ্ববিদ্যালয় থেকেও তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেননি। এ জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছেও চিঠি দেয় এএপি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই বছর নরেন্দ্র মোদি বলে কেউ পাস করেননি। তবে নরেন্দ্র মহাবীর মোদি বলে রাজস্থানের আলাওরের এক শিক্ষার্থী পাস করেছেন।
সংবাদ সম্মেলনে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদির নামে মিথ্যা রটাচ্ছে কেজরিওয়াল। তাঁকে দেশ ও প্রধানমন্ত্রীর কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে।
অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ১৯৭৫ থেকে ৭৭ সাল পর্যন্ত জরুরি অবস্থার সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন মোদি। ওই সময় ছাত্র রাজনীতিতে যুক্ত থাকায় অরুণ জেটলি বিষয়টি আগে থেকেই জানতেন। সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদির সনদের কপি সাংবাদিকদের কাছে দেওয়া হয়।
এনডিটিভি জানায়, এএপির দাবির পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার তদন্তে নামে ভারতের তথ্য কমিশন। তদন্তে পাওয়া যায়, মোদি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে ৬২ দশমিক ৩ শতাংশ নম্বর পেয়ে পাস করেন। তবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সনদ আজই প্রকাশ পেল।