Thu. Sep 25th, 2025
Advertisements

43খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: রোমানিয়ান সুন্দরী লুলিয়ার সঙ্গে প্রেমের আগেই সালমান খানের সঙ্গে কাটরিনা কাইফের সম্পর্ক। প্রেম ভেঙে গেছে। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক তো টিকে আছে এখনও। আর সে বন্ধুত্বের টানে সালমান কাটরিনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। তা করছেনও বটে।
সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর বলিউডের আর কোনো নায়ক থাকুক না থাকুক সাবেক প্রেমিক ঠিকই কাটরিনার পাশে এসে দাঁড়িয়েছেন। খারাপ সময়ে ছায়া হয়ে থেকেছেন সালমান। আর সেখান থেকে দুজনের প্রেম নতুন করে জোড়া লাগছে বলেও শোনা গেছে। অবশ্য সেটা লোকের মুখেই সীমাবদ্ধ ছিল। হালে সালমান নাকি কাটরিনাকে ছবিতে অভিনয়ের ব্যাপারে সাহায্য করছেন। শুধু তাই নয়, নতুন একটি ছবিতের একসঙ্গে জুটি বেঁধে কাজ করার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।
বিষয়টি লুলিয়া সহজভাবে মেনে নিতে পারছেন না। সালমানের পাশে কাটরিনাকে সহ্যই করতে পারছেন না এ রোমানিয়ান টিভি উপস্থাপক। সম্প্রতি স্পটবয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এমন খবরই প্রকাশ করেছে। লুলিয়া একটি সূত্রকে জানিয়েছেন, সালমান আর কাটরিনার মেলামেশা মোটেও তার পছন্দ নয়। বলিউডের অন্য কোনো নায়িকা নিয়ে লুলিয়ার আপত্তি নেই। যে কারও সঙ্গে সালমান অভিনয় কিংবা মেলামেশা করতে পারেন। কিন্তু কাটরিনা ৫০ বছর বয়সী এ সুপারস্টারের আগের প্রেমিকা।
তাছাড়া এরমধ্যে রণবীরের সঙ্গেও তার প্রেমের সম্পর্ক স্থায়ী হয়নি। তাই নিজের হবু স্বামীর পাশে কাটরিনাকে নিরাপদ মনে করছেন না লুলিয়া।