Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: সকালে ঘুম থেকে উঠতে কত রকম চেষ্টাই না করতে হয় আমাদের। কখনও অ্যালার্ম ঘড়ি, কখনও ‘মা সকালে একটু ডেকে দিও’ আবার কখনওবা নিজেকেই মনে মনে প্রস্তুত রাখতে হয় যাতে ঘুমটা সকালে ভাঙে। তারপরও কিন্তু অনেক সময় শেষ রক্ষা হয় না।
অ্যালার্ম বাজতেই থাকে, মা ‘এই ওঠ্, সকাল হয়েছে’ বলে ডেকে হয়রান হন, আমরা না শোনার ভান করে পাশ ফিরে শুই। এই তালিকায় ছোট-বড় সকলেই সমান। এই উঠছি, আরেকটু, উঠছি মা!- এই করতে করতে ছোটদের স্কুলের সময়, বড়দের অফিস টাইম পেরিয়ে যেতে থাকে। তারপর একেবারে শেষ সময়ে ধরফর করে বিছানায় উঠে বসা। চোখ কচলে ঘড়ির দিতে তাকানো এবং দ্রুত প্রস্তুতি নেয়া।
এমনটা রোজই কারও না কারও সঙ্গে হয়। কিন্তু এবার থেকে আর হবে না। কারণ আপনাকে ঘুম থেকে তোলার দায়িত্ব আর আপনার অ্যালার্ম দেওয়া ঘড়িটার নয়, আপনার বিছানার। পাঠক অবাক হচ্ছেন শুনে? তাহলে এটুকু শুধু বলি, আপনার জন্য আরও অবাক করা খবর অপেক্ষা করছে যখন শুনবেন এই বিছানা কীভাবে আপনার ঘুম ভাঙাবে।
এই বিছানাকে বলা হচ্ছে হাই ভোল্টেজ ইজেক্টর বেড। এর কারিগর অর্থাৎ ইঞ্জিনিয়ার হলেন কলিন ফুর্জে। বিছানায় তিনি এমন এক সেণ্সর বসিয়েছেন, সময় সেট করে দিলে সে অনুয়ায়ী সে ঠিক আপনাকে ছূড়ে ফেলে দেবে নিচে। অর্থাৎ ট্রাক থেকে যেমন কেটে আনা মাটি ট্রাকের পেছনের অংশ ধীরে ধীরে উঁচু করে নামানো হয় এটাও ঠিক তাই। সুতরাং আপনাকে ঘুম থেকে উঠতেই হবে।