Sat. Sep 20th, 2025
Advertisements

39খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দুর্নীতি বিরোধী রড্রিগো ডিগং ডুটেরটে। সরকারি ফল ঘোষণা করা না হলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী মার রোক্সাস পরাজয় স্বীকার করে নিয়েছেন।
ভোটের ফলে ডুটেরটে অনেক বেশি ভোটে এগিয়ে থাকার পর তিনি পরাজয় স্বীকার করেন। এর ফলে বেসরকারিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডুটেরটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, আইন শৃংখলার বিষয়ে কঠোর অবস্থান নেয়ার কারণে তিনি বিজয়ী হয়েছেন বলে মনে করেন ৭১ বছর বয়সী ডুটেরটে। তিনি দক্ষিণাঞ্চলীয় শহর ডাভাওতে মেয়র হিসেবে ২২ বছরেরও বেশি দায়িত্ব পালন করেন। এ সময়ে তার দুর্নীতি বিরোধী ভাল ভাবমূর্তি ফুটে ওঠে। তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বেনিগনো নয়নয় আকুইনো। কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে দিলেন ডেটেরটে। তিনি নানা কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেন নির্বাচনের আগে। বিশেষ করে অস্ট্রেলিয়ান একজন নারীকে ধর্ষণ নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, আমি তো প্রথম তাকে ধর্ষণ করতাম। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।