Thu. Sep 25th, 2025
Advertisements

46খোলা বাজার২৪, বুধবার, ১১ মে ২০১৬: ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মধ্য দিল্লিতে পত্রিকাটির অফিস ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি এসেছে। ওই ভবন থেকে প্রত্যেককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পত্রিকাটির ভবনে আগুন লাগে। এরপরই দ্রুত ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরো পাঁচটি গাড়ি আসে। ভবনের পঞ্চম তলায় পেছনের একটি ঘর থেকে এই আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
সম্প্রতি দিল্লিতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ এপ্রিল দিল্লির ন্যাশনাল মিউজিয়াম অব হিস্ট্রি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে মিউজিয়াম যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ছয় কর্মী আহত হন।