Thu. Sep 18th, 2025
Advertisements

48খোলা বাজার২৪, বুধবার, ১১ মে ২০১৬: অর্ধ শতাব্দী ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানেই টনি কোজিয়ের। তার নামই হয়ে গিয়েছিল ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কণ্ঠ’। কিন্তু সে কণ্ঠ থেমে গেল আজ। ৭৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান ধারাভাষ্যকার।
১৯৫৮ সালে মাত্র ১৮ বছর বয়সে যুক্ত হয়েছিলেন ক্রিকেটের সঙ্গে। সে সম্পর্ক ছিল মৃত্যুর আগ পর্যন্ত পরের ৫৮ বছর! শুধু ধারাভাষ্যকার নয়, একজন ক্রীড়া লেখক ও ক্রিকেটের অন্যতম সেরা ইতিহাসবেত্তা হিসেবেও তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটে। তাঁর মৃত্যুতে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন অসংখ্য সাবেক ক্রিকেটার ও ক্রীড়া লেখক। হার্শা ভোগলের টুইটই যেন সব বলে দিল, ‘বিদায়টা দারুণ হোক টনি কোজিয়ের। খেলাটির শোভা বাড়িয়েছিলেন আপনি। খেলাটিকে একই সঙ্গে অভিভাবকের ও সন্তানের মতো ভালোবেসে ছিলেন।’