Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50 খোলা বাজার২৪, বুধবার, ১১ মে ২০১৬: ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অস্বাভাবিকভাবে জিপিএ ৫ কমেছে মাদ্রাসা বোর্ডে। এ বোর্ডে গত বছর যেখানে জিপিএ-৫ এর সংখ্যা ছিল ১১,৩৩৮ জন সেখানে এবছর ৫৪৪৩ জন কমে তা দাঁড়িয়েছে মাত্র ৫,৮৯৫ জন।
বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।
অন্যদিকে পাশের হারের দিক দিয়েও গত বছরের তুলনায় ফলাফল খারাপ হয়েছে মাদ্রাসা বোর্ডে। গত বছর যেখানে পাশের হার ছিল ৯০ দশমিক ২০ ভাগ সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ২২ ভাগ।
মাদ্রাসা বোর্ডে ফলাফল খারাপ হওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যা ফলাফল হয়েছে আমরা তা তুলে ধরেছি। তবে কেন খারাপ হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হবে। এখনই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।