Wed. Sep 24th, 2025
Advertisements

17kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ মে ২০১৬: কত বিচিত্র নেশায় না আছে মানুষের। আছে অদ্ভুত সব রেকর্ড গড়ার মানসিকতা। এবার ক্রিকেটে দেখা গেলো এমন এক রেকর্ড-‘পাগল’কে। রুয়ান্ডার ক্রিকেটার এরিক ডুনিগিজিমানা।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। তবে স্থানীয় দলের অধিনায়ক এ ২৯ বছর বয়সী। ক্রিকেটে অদ্ভুত এক রেকর্ড গড়ার জন্য মাঠে নেমেছেন তিনি। গিনেস বুব অন ওয়ার্ল্ড রেকর্ড গড়ার জন্য টানা ৫১ ঘণ্টা নেটে ব্যাটিং শুরু করেছেন তিনি। বুধবার শুরু হয়েছে তার এই মিশন। শেষ হবে শুক্রবার। টানা ২ দিন ৩ ঘণ্টা বোলিং মেশিন ও বোলারদের বল মোকাবিলা করবেন নেটে।
সফল হতে পারলেই বিশ্বে সবচেয়ে বেশি সময় নেটে কাটানোর রেকর্ড গড়বেন ২৯ বছর বয়সী এরিক। বর্তমানে সবচেয়ে বেশি সময় নেটে ব্যাট করার গিনেস রেকর্ড আছে ভারতের বিরাগ মালের। গত বছর ডিসেম্বরে টানা ৫০ ঘণ্টা নেটে ব্যাট করে গিনেস বুকে নাম লেখান তিনি।
রুয়ান্ডার এরিক তার নয়া মিশনের উদ্দেশ্য নিয়ে বলেন, ‘রুয়ান্ডায় ভষ্যিতে ক্রিকেট উন্নয়ন খুবই দরকার। দেশে ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের পতাকা তুলে ধরার জন্য এমন একটা কিছু করা প্রয়োজন যাতে সবার নজর কাড়া যায়। আমি এই উদ্দেশ্যেই এটা করছি। রেকর্ড গড়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবো’। ২০০৮ সাল থেকে আফ্রিকার দেশ রুয়ান্ডা জাতীয় দলের সদস্য তিনি। ২০১১ সালে ঘানায় অনুষ্ঠিত আইসিসি’র ডিভিশন-৩ টুর্নামেন্ট জয়ে তার দারুণ অবদান ছিল।