Wed. Sep 17th, 2025
Advertisements

32kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ মে ২০১৬: দেশের অনেক সংগীতশিল্পী গান গাওয়ার পাশাপাশি নাটকে অভিনয় করেও পেয়েছেন জনপ্রিয়তা। সংগীতশিল্পী হৃদয় খানও বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু করেননি। হৃদয়ের ভক্তদের নতুন খবর হলো, হৃদয় খান অভিনয় শুরু করতে যাচ্ছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত একক একটি নাটকে অভিনয় করবেন তিনি। গল্প ভালো লাগার জন্যই নাটকে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানান হৃদয় খান।
নাটকটির নাম ‘রূপকথা’। নাটকে জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার বিপরীতে হৃদয় খানকে অভিনয় করতে দেখা যাবে। আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তরায় নাটকটির শুটিং করছেন তিশা। হৃদয় খান আগামীকাল থেকে নাটকের শুটিং করবেন।
তিশা বলেন, “এখন আসন্ন ঈদের নাটকের কাজ করছি বেশি। ভালো গল্প ও চিত্রনাট্য দেখে কাজ করতে আগ্রহী হচ্ছি। ‘রূপকথা’ নাটকের গল্পটা চমৎকার।”
‘রূপকথা’ নাটকে হৃদয়ের অভিনয় করার পাশাপাশি একটি গানেও কণ্ঠ দেবেন বলে জানান নাটকের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নাটকটির শুটিং ১৪ মে পর্যন্ত চলবে। নাটকটি আসছে ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে।