সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পাশের হার শতভাগ না হলেও ফলাফলে উন্নতি হয়েছে। গত বছরের তুলনায় ফলের মান বৃদ্ধির সূচকে বেশকিছু ইতিবাচক দিক প্রকাশ পেয়েছে।
এ ফলাফলের পেছনে শিক্ষক, অভিবাবকসহ শিক্ষা মন্ত্রণালয়ের বেশ কিছু উদ্যোগ ভূমিকা রেখেছে বলেও দাবি জানান মন্ত্রী।
গত বছরের তুলনায় মাদ্রাসা বোর্ডে ফলাফল খারাপ হওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যা ফলাফল হয়েছে আমরা তা তুলে ধরেছি। তবে কেন খারাপ হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হবে। এখনই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।