Thu. Sep 18th, 2025
Advertisements

12kখোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: আগের ম্যাচেও তিনি ছিলেন উইকেটশূন্য। তবে রাইজিং পুনের বিপক্ষে সে ম্যাচে যথেষ্টই মিতব্যয়ী ছিলেন হালের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। চার ওভার বল করে ২৬ রান খরচ করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি পেসার।
বৃহস্পতিবারও মুস্তাফিজ সাফল্য পাননি। তবে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে এই ম্যাচে তিনি একরকম ব্যর্থই হয়েছেন। চার ওভার বল করে ৩৯ রান দিয়েছেন, আর কোনো উইকেট পাননি। এ নিয়ে টানা দুই ম্যাচে উইকেটশূন্য এই তরুণ বাঁহাতি।
তার চেয়ে বড় কথা, আইপিএলে মুস্তাফিজ এতটা ব্যর্থ এর আগে কখনোই ছিলেন না। এদিন প্রথম ওভারে তিনি দিয়েছেন ৯ রান। আর দ্বিতীয় ওভারে ১৪ রান খরচ করে রীতিমতো অবাক করে দিয়েছেন সবাইকে। তৃতীয় ওভারে তিন রান দিলেও আবার চতুর্থ ওভারে ১৩ রান খরচ করেন।
মুস্তাফিজের এই ব্যর্থতার দিন তাঁর দল হায়দরাবাদও হেরেছে সাত উইকেটের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়ার্নার-যুবরাজরা ১৪৬ রান তোলে। এর জবাবে দিল্লি তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এদিন হারলেও হায়দরাবাদ ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে গুজরাট লায়ন্স। আর দিল্লি ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে।
এই ম্যাচে উইকেট না পেলেও ১১ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মুস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ানসের মিচেল ম্যাকক্লেনাগান ১৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন।