Thu. Sep 18th, 2025
Advertisements

44kখোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: দিল্লীর কাছে বড় ব্যবধানেই হেরে যায় সানরাইজার্স হায়দারাবাদ। দলের হারের আসল কারণটিতে হাত দিয়েছেন মুস্তাফিজদের দলনেতা ডেবিড ওয়ার্নার।
দিল্লী ডেয়্যারডেবিলস এই ম্যাচটি জয়ের সুবাধে একটি অধ্যায়ও শিক্ষাও দিয়েছে হায়দারাবাদকে। ওয়ার্নার এই হারের জন্য রান দেয়াটাকে দায়ী করেননি। তিনি বলেছেন আমাদের ব্যাটিংটাই আমাদের হারিয়ে দিয়েছে।
মুস্তাফিজসহ অন্যান্য বোলারদের বড় কোনো ব্যর্থতা দেখতে পাচ্ছেন না তিনি। ওয়ার্নার বলেছেন, আমাদের রানটা কম হয়ে গেছে। আরও ২০-৩০ রান করতে হত। (১৪৬) এই রানের টার্গেটে ম্যাচে জয় পাওয়া খুবই কঠিন।
ওয়ার্নার বলেন, বোলাররা আসলে ভালো লেন্থে বল করেছে। কিন্তু প্রতিপক্ষের ব্যাটসম্যানরা এর পরেও ভালো ব্যাট করেছে। ডেবিড ওয়ার্নার আরও বলেন, যখন আমরা খাদের কিনারায় পড়ে যাই তখন সব সময়ই যেন ৮ টি বলে পিছিয়ে থাকি।
ওয়ার্নারের কন্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। তিনি বলেন, আমাদের দলের ব্যাটসম্যান ও বোলাররা এই হার মনে রাখবেন।