খোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করে মাধ্যমিক স্কুল শিক্ষাকে জাতীয়করণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। মেধাবীদের শিক্ষকতায় আনতে এ বৈষম্য অবিলম্বে দূর করতে হবে বলেও জানানো হয় শিক্ষকদের এই সংগঠনের পক্ষ থেকে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করেন সমতির সভাপতি মোহাম্মদ শাহ আলম।
শিক্ষক সমিতির দাবিতে বলা হয়, ‘বর্তমানে দেশে মাধ্যমিক স্কুলের সংখ্যা ১৯ হাজার ৬৮৪টি, তার মধ্যে সরকারি মাত্র ৩২৭টি। একই সাথে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মী সংখ্যা ৩ লাখ ৯ হাজার ২৪ জন। দেশের শিক্ষা কার্যক্রমে এই বিশাল একটি সংখ্যা বৈষম্যের শিকার। একমাত্রা জাতীয়করণই হতে পারে এই সমস্যার সার্বিক সমাধান’।
দাবিতে আরো বলা হয়, ‘মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন খাতে এবং স্কুলের অবকাঠামো নির্মান খাতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও স্কুল শিক্ষা কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা অস্বচ্ছতার বেড়াজালে বন্দী। এ থেকে বেরিয়ে আসতে হলে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ করা অপরিহার্য’।
বেসরকারি স্কুলে প্রধান শিক্ষকদের প্রাপ্য স্কেলে এমপিও-ভুক্তি, শিক্ষকদের পদোন্নতিসহ শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় মাধ্যমিক স্কুল শিক্ষকরা চরমভাবে বঞ্চিত উল্লেখ করে, এ বৈষম্য অবসানের জন্য সুস্পষ্ট দাবির কথা জানিয়ে সমিতির সভাপতি বলেন, ‘বিক্ষিপ্তভাবে স্কুল জাতীয়করণ বন্ধ করে ২০১৬-১৭ অর্থ বছরের মধ্যে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয় করণ করতে হবে’।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে দাবির স্বপক্ষে মানববন্ধনও করে শিক্ষক সমিতি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা এস এম আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য মোদাচ্ছেরুর রহমান মঞ্জু,এস এম কানিজ ফাতেমা, অতিরিক্ত মহাসচিব প্রদীপ কুমার সাহা প্রমুখ।