Fri. Sep 19th, 2025
Advertisements

36kখোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: আইপিএলে এখন সেরা আকর্ষণ মুস্তাফিজ। তিনি খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে। বাংলাদেশের আরেক সুপারস্টার সাকিব আল হাসান খেলছেন কলকাতা নাইট রাইডার্সে। শুক্রবার মুস্তাফিজ এবং বাংলাদেশ সম্পর্কে মিডিয়ার কাছে কিছু মন্তব্য করেন সাকিব।
আইপিএলে স্বদেশীয় মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স দেখে প্রভাবিত বলে জানান সাকিব।
বলছেন, ‘মুস্তাফিজুর অসম্ভব প্রতিভাবান। সীমিত ওভারের ক্রিকেটে ও এখন বিশ্বের সেরা পেসার।’
বাংলাদেশকে ক্রিকেটবিশ্বে সবার সমীহ আদায় করে নিতে হলে টেস্ট ক্রিকেটে ভালো খেলতে হবে বলেও মত তার। সাকিব বলে গেলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ খুব ভালো খেলছে। তবে টেস্ট ক্রিকেটে আরো ভালো খেলতে হবে। টেস্ট জিততে হবে। তবেই সবার কাছে সম্ভ্রম পাব।