Thu. Sep 18th, 2025
Advertisements

44kখোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: হঠাৎ কী হল? এই তো ঝগড়া করে ‘মুখভার’ করেছিলেন দু’জনে। কেঁচে গিয়েছিল অমন মাখোমাখো প্রেমটাও। তারপর হঠাৎ হলটা কী দু’জনের? দিব্যি তো মস্তিতে নাচ করছেন রণবীর-ক্যাট। তাও আবার একগাদা লোকের মাঝে! ভাবছেন তাহলে কি এ বার ফের এক হতে চলেছেন এই দুই প্রাক্তন লভ-বার্ড?
ছয় বছরের মধুর সম্পর্কের ইতি টানলেও তারা অভিনয়ে ফিরেছেন একসঙ্গে।
২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয়ের সময় একে অপরের প্রেমে পড়েন দু’জন। ২০১৩ সালে ইবিজা সাগরপাড়ে পাপারাজ্জির তোলা রণবীরের সঙ্গে ক্যাটের বিকিনি পরা ছবিই জানান দিয়েছিলো, ডুবে ডুবে জল খাচ্ছেন তারা। এর কিছুদিন পর থেকে একই ছাদের নিচে থাকতে শুরু করেন দু’জনে। কিন্তু কয়েক মাস ধরে তাদের মধ্যে ফাটল দেখা দেয়।