Wed. Sep 17th, 2025
Advertisements

13233363_1183617001658129_7452525_nখোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬:বরিশাল উদয়ন স্কুলের অভিভাবক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বরিশাল উদয়ন স্কুলের এসএসসি-২০১৬ পরীক্ষায় প্রথম প্রকাশিত ফলাফলে হিন্দু ধর্মে ফেল করে পুরো বিষয় ফেল তালিকাভুক্ত হয়ে আত্মহত্যাকারী মেধাবী ছাত্র সর্বজিৎ ঘোষ হৃদয়ের পরবর্তীতে পাশ করার খবর জাতিকে নতুন করে বরিশাল শিক্ষা বোর্ডের ভুলে ভরা শিক্ষা ব্যবস্থার কথা মনে করিয়ে দিয়েছে। তিনি বলেন, সর্বজিৎ আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছে। এই তালিকায় আরও অনেক সর্বজিৎ এর সংখ্যা বারতে পারতো। কারণ পরবর্তীতে ১১০০ অকৃতকার্য ছাত্রছাত্রী দেরকে পাশ দেখানো হয়েছে। কারণ তারা প্রথমেই পাশ করেছিল। শিক্ষক ও বোর্ড কর্তৃপক্ষের গাফলতির কারণে এই করুন পরিনিতির ঘটনা ঘটেছে। সর্বজিৎ তৃতীয় শ্রেণী থেকে উদয়ন স্কুলে পড়ছিল। একই স্কুলে তার ছোট ভাই সপ্তম শ্রেণীতে পড়ে। অথচ সর্বজিৎ এর এই নির্মম মৃত্যুর পর তার পরিবারের কাছে স্কুল কর্তৃপক্ষ ও বোর্ড কর্তৃপক্ষ কেউ যায়নি। যা অত্যন্ত দুঃখ জনক। তিনি বলেন এই ঘটনায় দোষীরা যদি কঠিন শাস্তি না পায়, তবে ভবিষ্যতে আমাদের অনেক সর্বজিৎ কে হারাতে হতে পারে। তিনি অবিলম্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ সংশ্লিষ্টদের কঠিন শাস্তি দাবি করেন। ১৬ই মে সোমবার সকাল ১১:০০ টায় টাউন হলের সামনে সর্বজিৎ হত্যার প্রতিবাদে তার স্কুলের বন্ধুমহল, অভিভাবক ও পরিবারের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন। মানববন্ধনে পরিবারের সদস্য, উদয়ন স্কুলের শিক্ষক, বরিশালের বিভিন্ন সুশিল সমাজের প্রতিনিধি সহ তার সহপাঠিরা বক্তব্য রাখেন। অন্যান্য বক্তারা আগামী ১ সপ্তাহের মধ্যে বিচার না হলে কঠিন আন্দোলনের কর্মসূচি দেবেন বলে হুশিয়ার উচ্চারণ করেন।