Sun. Sep 21st, 2025
Advertisements

38kখোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: প্রথমবারের মতো ছেলে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭ রেসকোর্সের সরকারি বাড়ি সফরে এসেছিলেন মা হিরাবেন। তার বয়স এখন ৯৫ বছর। নরেন্দ্র মোদি হুইল চেয়ারে বসিয়ে মাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন সরকারি ওই বাড়িটির আনাচে-কানাচে। নিজেই মায়ের হুইল চেয়ার ঠেলে ঠেলে দেখিয়েছেন বাগানে ফুল ফুটে আছে। পত্রপল্লবে শোভিত বাড়ি। মা হিরাবেন ফিরে গেছেন গুজরাটের বাড়িতে। ফলে নষ্টালজিয়া ঘিরে ধরেছে মোদিকে। তিনি মায়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে দিয়েছেন সামাজিক মিডিয়ায়।
রোববার সন্ধ্যায় পোস্ট করার পর সেই ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। ওই পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, আমার মা ফিরে গেছেন গুজরাটে। অনেক দিন পর তার সঙ্গে খুব ভাল সময় কাটালাম। এটা ছিল রেস কোর্স রোডের বাসায় তার প্রথম সফর।
এ লেখার সঙ্গে মোদি যোগ করে দিয়েছেন মায়ের সঙ্গে তার তিনটি ছবি। তার একটিতে দেখা যায়, মা হিরাবেন বসে আছেন একটি হুইল চেয়ারে। একটি ধূসর টি শার্ট ও কালো প্যান্ট পরা নরেন্দ্র মোদি সেই হুইল চেয়ার ঠেলে ঠেলে মাকে দেখাচ্ছেন তার সরকারি বাড়ি। আরেকটি ছবিতে দেখা যায়, মায়ের সঙ্গে তিনি বসে আছেন ঘরের বাইরে। এ সময় মাকে গ্লাসে করে কিছু দিচ্ছেন। উল্লেখ্য, উত্তর গুজরাটের মেহসানা জেলায় একটি ছোট্ট শহর ভাদনগরে পূর্ব পুরুষের বাড়িতে বসবাস করেন হিরাবেন।