Fri. Sep 19th, 2025
Advertisements

40kখোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: বাজারে নতুন গুঞ্জন, চলতি বছর অগাস্টের মাঝামাঝি সময়ে আসতে যাচ্ছে স্যামসাংয়ের নতুন ফ্যাবলেট গ্যালাক্সি নোট ৬।
মোবাইল শিল্পের ‘তথ্য ফাঁসকারী’ হিসেবে পরিচিত ইভান ব্ল্যাস থেকেই এই গুঞ্জন ছড়িয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এক টুইটে ব্ল্যাস বলেন, “স্যামসাং গ্যালাক্সি ৬ যুক্তরাষ্ট্রে বের করার তারিখ ১৫ আগস্টের দিন ঠিক করা হয়েছে।”
ব্ল্যাসের টুইটে শুধু যুক্তরাষ্ট্রের উল্লেখ থাকলেও, নোট ৬ পুরো বিশ্বজুড়েই ঐ একই দিনে ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগের সংস্করণ নোট ৫, ২০১৫ সালের ২১ অগাস্ট বাজারে একসঙ্গে ছাড়া হয়েছিল।
তারিখটি সঠিক কিনা স্যামসাং তা নিশ্চিত করবে না। তবে, ব্ল্যাস একটি ‘বিশ্বাসযোগ্য উৎস’ আর অগাস্টে নোট ৬ বের করা হলে, তা বাজারে আইফোন ৭-এর সামনে থাকতে পারে, এমনটাই ভাষ্য ব্রিটিশ দৈনিকটির। সেপ্টেম্বরে আইফোন ৭ বাজারে আসার কথা শোনা যাচ্ছে।
গুজব মতে, বেশ অনেকদিন ধরেই নোট ৬ নিয়ে খুঁটিনাটি তথ্য জানা যাচ্ছিল। সম্ভবত ফ্যাবলেটটি বাজারে তার ‘আইপি৬৮ ওয়াটার রেসিস্টেন্স’, চার হাজার এমএএইচের ব্যাটারি আর ছয় গিগাবাইটের র‌্যাম নিয়ে বের হতে যাচ্ছে।
এতে থাকবে ৫.৮ ইঞ্চির স্ক্রিন, যা আইফোন ৬ প্লাসের চেয়ে বড়। ন্যাভিগেশনের জন্য গতানুগতিক নোট স্লট-ইন স্টাইলাসও থাকছে ফ্যাবলেটটিতে।