Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ মে ২০১৬: বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক, মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং গুগলের ইউটিউব- চলতি সপ্তাহের রবিবার এই তিন সাইটের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে ফ্রান্সের তিনটি বর্ণবাদ বিরোধী সংগঠন।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বর্ণবাদ বিরোধী সংগঠন তিনটি এই প্রচার মাধ্যমগুলোর বিরুদ্ধে পোস্ট করা ‘ঘৃণ্য কন্টেন্ট সরাতে ব্যর্থ’ হওয়ার অভিযোগ এনেছে।
ফ্রান্সের আইন অনুযায়ী, ওয়েবসাইটগুলোকে বর্ণবাদী, সমকামবিরোধী পোস্ট সরিয়ে ফেলতে হবে এবং এ সম্পর্কে সরকারকে জানানোর আদেশ রয়েছে।
কিন্তু ফরাসী ইহুদি ছাত্র ইউনিয়ন ইউইজেএফ, বর্ণবাদ বিরোধী ও সমকামভীতির বিপক্ষে প্রচারণাকারী এসওএস রেইসইজম এবং এসওএস হোমোফোবিয়া জানিয়েছে, চলতি বছর মার্চের শেষ থেকে ১০মে-এর মধ্যে প্রতিষ্ঠান তিনটি ৫৮৬টি ‘ঘৃণ্য’ কনটেন্টের কেবল একটি অংশ অপসারণ করেছে।
আপত্তিকর কনটেন্টের টুইটার চার শতাংশ, ইউটিউব সাত শতাংশ এবং ফেইসবুক ৩৪ শতাংশ অপসারণ করেছে বলে জানায় সংস্থাগুলো।
“ইউটিউব, টুইটার এবং ফেইসবুকের লাভ এবং যেভাবে তারা কম কর প্রদান করে তার আলোকে বলা যায়, ঘৃণ্যতার বিরুদ্ধে লড়াইয়ে বিনিয়োগ করতে তাদের রাজি না হওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য”, বলেন ইউইজেএফ-এর প্রেসিডেন্ট সাশা রেইনওউইর্টজ।
২০১৫ সালের ডিসেম্বরে ওয়েবসাইট থেকে ২৪ ঘণ্টার মধ্যে ‘ঘৃণিত’ বক্তব্য অপসারণে ফেইসবুক, গুগল এবং টুইটারের সম্মতি নেয় জার্মানি।