Thu. Sep 25th, 2025
Advertisements

25kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ মে ২০১৬: নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা ও কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষককে কান ধরে ওঠ-বস করানো অত্যন্ত নিন্দনীয় কাজ। আইনের ধারা ঠিক মত যাচাই-বাছাই করলে এটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। সে হিসেবে যারা দোষী তাদের আইনের আওতায় আনা হবে।
গত শুক্রবার ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার গুজব ছড়িয়ে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর করে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা। এ সময় তাকে কান ধরে ওঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। উপস্থিত জনতার উদ্দেশে দুহাত জড়ো করে ক্ষমা চাইতে বাধ্য করেন তিনি।
ওই শিক্ষক জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের ‘অনৈতিক আবদার’ না রাখায় স্থানীয় মসজিদের মাইকে ধর্মীয় অবমাননার গুজব ছড়িয়ে এলাকাবাসীকে জড়ো করে মারধর ও লাঞ্ছনার এ ঘটনা ঘটানো হয়।