Mon. Sep 22nd, 2025
Advertisements

7kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপা (২৫) অপহৃত হয়েছেন। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আত্মীয়রা দাবি করেন, মঙ্গলবার রাতে গুলশানের আড়ংয়ের সামনে থেকে তাকে কে বা কারা তুলে নিয়ে যায়।
নিপার সঙ্গে তার স্বামী রুহুল আমিনের কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য নিপাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়। যার প্রেক্ষিতে নিপা মঙ্গলবার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাত ৯টার দিকে জিডি শেষে নিপা সিএনজি অটোরিকশাযোগে লালমাটিয়ায় রওয়ানা হন। গুলশানের আড়ংয়ের সামনে থেকে সর্বশেষ তিনি বাসায় যোগাযোগ করেন। রাত সাড়ে ৯টার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
নিপাকে তুলে নেওয়ার সময় তার ভাবির সঙ্গে কথা বলছিলেন। এ সময় ভাবি ফোনে বেশ তর্কাতর্কির শব্দ শুনতে পান।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিপাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, নিপা দেড় বছর ধরে মাছরাঙা টেলিভিশনে কাজ করেছেন।