Sat. Sep 20th, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মা। সেই মায়ের গর্ভ থেকে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অপারেশন করে বের করে আনলেন একটি শিশুকে। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে।
মা মারা গেলেও শিশুটি সুস্থ আছে। সারাহ ইলার ও তার স্বামী ম্যাট রাইডার বাস করতেন কেপ গিরারদিউ। সেখান থেকে ৬০ মাইল উত্তর-পশ্চিমে পোপলার ব্লাফ শহরে হাসপাতাল।
গত বুধবার তারা দু’জনে যাত্রা করেন ওই হাসপাতালের উদ্দেশে। কিন্তু পথে একটি ট্রাক্টর তাদের এসইউভি গাড়িকে প্রচ- জোরে ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কা লাগে তাদের গাড়ির ঠিক মাঝখানে। পুলিশ কর্মকর্তা এডাম গ্লুয়েক বলেন, ওই সময় গাড়ি থেকে ছিটকে পড়েন ইলার ও তার স্বামী রাইডার। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইলারকে ও তার সন্তানকে বাঁচানোর জন্য জরুরি সেবা দেয়া শুরু করেন। কিন্তু কেপ গিরারদিউ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা ইলারকে মৃত ঘোষণা করেন। তা সত্ত্বেও চিকিৎসকরা মৃতদেহে জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করেন। সুস্থ অবস্থায় বের করে আনেন একটি কন্যা সন্তান। এ সময় শিশুটির ওজন ছিল ৪ পাউন্ড ১৫ আউন্স। সঙ্গে সঙ্গে তাকে একটি ভেন্টিলেটরে রাখা হয়। সেখান থেকে গত শুক্রবার তাকে বের করে আনা হয়েছে। তার নাম রাখা হয়েছে ম্যাডিসন।
ইলার বোন কাসান্দ্রা ইলার বলেন, ম্যাডিসন তার চোখ খুলেছে। এখন নার্সদের হাতের আঙ্গুল আঁকড়ে ধরছে। তবে মা মারা যাওয়ায় জন্মের পূর্ব মুহূর্তে অক্সিজেনের ঘাতটিতে তার ব্রেনের কোন ক্ষতি হয়েছে কিনা তা এখন চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন। হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, শিশুটি এখন সুস্থ আছে। অন্যদিকে মারাত্মক আহত ম্যাট রাইডারও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। তার বেশ কতগুলো হাড় ভেঙে গেছে। এজন্য তাকে বিমানে করে পাঠানো হয়েছে সেন্ট লুইস হাসপাতালে। সঙ্কটজনক অবস্থা থেকে তিনি এখন ভালো অবস্থায় রয়েছেন। ওদিকে ইলার পরিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য ৫০০০ ডলার সংগ্রহের জন্য একটি ওয়েবসাইট খুলেছে। সোমবার সকাল পর্যন্ত তাতে জমা পড়েছে ৪২০০ ডলার।