Wed. Sep 24th, 2025
Advertisements

20kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬: সুইজারল্যান্ডের বাসেলে বুধবার রাতটি দারুণ কেটেছে সেভিয়ার। প্রথম দল হিসেবে উয়েফা ইউরোপা লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার দারুণ কীর্তি গড়েছে তারা। স্বপ্নের ফাইনালে তারা হারিয়েছে শক্তিশালী ইংলিশ দল লিভারপুলকে, ৩-১ ব্যবধানে। এ নিয়ে মোট পাঁচবার ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সেভিয়া।
সেন্ট জ্যাকব পার্কে শুরুটা অবশ্য ভালো ছিল না সেভিয়ার। বারবার পাল্টা আক্রমণের মুখে পড়া স্প্যানিশ দলটি পিছিয়ে পড়ে ৩৫তম মিনিটে। এ সময়ে লিভারপুলের হয়ে গোল করেন দানিয়েল স্টারিজ। প্রথমার্ধে তাই ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া।
প্রথমার্ধটা যদি হয় লিভারপুলের, দ্বিতীয়ার্ধটা ছিল সেভিয়ার। এ অর্ধের শুরুতেই চমক উপহার দেন কেভিন গেমেইরো। ফরাসি এই স্ট্রাইকারের গোলে সমতায় ফেরে সেভিয়া। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাদের!
কোকের জোড়া গোলে শিরোপা নিশ্চিত হয় স্প্যানিশ দলটির। ডিফেন্ডার থেকে স্ট্রাইকার বনে যাওয়া এই স্প্যানিশ ফুটবলার লিভারপুলের জাল কাঁপান যথাক্রমে ৬৪ ও ৭০ মিনিটে।