Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬: পপ আপ’ নামে নতুন অ্যালকাটেলের একটি স্মার্টফোন বাজারে এনেছে বাংলাদেশি পরিবেশক ইরাসেল লিমিটেড। ৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে (অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১) ললিপপ।
ইরাসেলের কান্ট্রি ম্যানেজার সিজু চেরুভালাত বলেন, বিভিন্ন সুবিধার কারণে বর্তমানে গ্রাহকদের বড় পর্দার ডিভাইসের প্রতি আকর্ষণ বাড়ছে। গ্রাহকদের এই চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা ‘পপ আপ’ স্মার্টফোনটি বাজারে ছেড়েছি। ৫ ইঞ্চির ডিসপ্লের কারণে ব্যবহারকারীরা মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা, গেম খেলা ও ইন্টারনেট ব্যবহারে দারুণ অভিজ্ঞতা পাবেন। ১.৪ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর-নির্ভর এই স্মার্টফোনে দ্রুত ডেটা প্রসেস ও সাবলীল মাল্টিটাস্কিং সুবিধা পাওয়া যাবে। হ্যান্ডসেটটির ইন্টার্নাল স্টোরেজ ১৬ জিবি। যা মাইক্রো এসডি দ্বারা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটির র‍্যাম ২ জিবি। ফোনটিতে থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুযোগ।
ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে অটো ফোকাস। আবার এতে রয়েছে ডিজিটাল জুম, অ্যাপাচার সাইজ এফ/ ২.০, এলইডি ফ্ল্যাশ। সেলফিপ্রেমীদের জন্য অ্যালকেটেলের ‘পপ আপ’ স্মার্টফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
স্মার্টফোনটিতে রয়েছে ২ হাজার এম এ এইচ ব্যাটারি। ফোনটিতে রয়েছে কানেক্টিভিটি অপশন ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, ৩জি ও ৪ জি, প্রক্সিমিটি সেন্সর এবং জাইরোস্কোপ। স্মার্টফোনটি বাংলাদেশের বাজারের কালো রঙে পাওয়া যাচ্ছে। দাম ১০ হাজার ৯৯৯ টাকা।