Tue. Sep 23rd, 2025
Advertisements

20kখোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ধর্মভীরু আর ধর্মান্ধতা এক নয়। জঙ্গিবাদ নিয়ে দেশের মানুষকে সাবধানতা অবলম্বন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও জাতীয় শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
আমির হোসেন বলেন, অশিক্ষিত সমাজে ধর্মান্ধতা প্রবেশ করার সুযোগ থাকে, কিন্তু শিক্ষিত সমাজে ধর্মান্ধতা প্রবেশের সুযোগ থাকে না। শিক্ষিত সমাজ ধর্মপরায়ণ হয়। তারা ধর্মকে জানবে, বুঝবে ও ধর্ম পালন করবে। আর অশিক্ষিত হলে তাদের দিয়ে ধর্মের নামে বিপথগামী করে জঙ্গিবাদ সৃষ্টি করা যায়। যারা শিক্ষিত সমাজ না চেয়ে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, সেসব লোকেরাই ধর্মের নামে চলমান শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে চায়।
এদিকে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে বলেও জানান শিল্পমন্ত্রী।
উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
পরে শিল্পমন্ত্রী ২২৫ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।