Thu. Sep 18th, 2025
Advertisements

48kখোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। এ পর্যন্ত ১২ ম্যাচ খেলে নামের পাশে ১৪ উইকেট যোগ করেছেন বাংলাদেশের কাটার বয়। ৩০ ওভারের বেশি বোলিং করেছেন, এমন বোলারদের মধ্যে তার ইকোনোমি রেট সবচেয়ে ভালো। মুস্তাফিজ ওভার প্রতি খরচ করছেন ৬.৬৬!
এমন ঈর্ষণীয় সাফল্যের পর সাসেক্স বসে নেই। মুস্তাফিজকে নিয়ে নতুন ভাবনায় ইংল্যান্ডের ক্লাবটি। যে করেই হোক মুস্তাফিজকে চাই-ই-চাই। কী সেই নতুন ভাবনা? আগে আইপিএল শেষেই ২০ বছর বয়সী বিস্ময় বালককে দলে চেয়েছিল তারা। সেই ধারণা থেকে সরে এসেছে ক্লাবটি। এখন আইপিএল শেষে মুস্তাফিজকে বিশ্রাম দিতে চায় তারা।
এরপর সাসেক্সের হয়ে মুস্তাফিজ খেলবেন বলে আশাবাদী দলটির অধিনায়ক লুক রাইট। বলেন, ‘ইতোমধ্যে আমরা ঠিক করে ফেলেছি যে সে (মুস্তাফিজ) ক’টি ম্যাচ খেলবে। ফিজ অবশ্যই আসছে। আমাদের বুঝতে হবে যে সে বেশ তরুণ। এমন একটা টুর্মামেন্টে (আইপিএল) সে খেলছে, যেখানকার ভাষাটা বলতে পারছে না। অনেক ম্যাচ খেলে ফেলেছে। তাই তাকে বিশ্রামের জন্য যথেষ্ট সময় দিতে চাই। যাতে করে আমাদের সঙ্গে যোগ দেয়ার পর নিজের সেরাটা দিতে পারে।’
যেভাবে মুস্তাফিজকে নিয়ে ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে সাসেক্স, সেটা ধরা পড়ল দলীয় অধিনায়কের কথায়, ‘সবাই জানতাম যে আমরা প্রথম দুটি ম্যাচে তাকে মিস করছি (তখন আইপিএলে ম্যাচ রয়েছে)। এখন দেখার বিষয় আরো কয়টি ম্যাচে তাকে মিস করব আমরা। যতটা সম্ভব তাকে বেশি ম্যাচে খেলাতে চাই। দারুণ ফর্মে রয়েছে সে। বড় ম্যাচে চাপ নিতে শিখে ফেলেছে ফিজ।’