Thu. Sep 18th, 2025
Advertisements

5kখোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: বুলগেরিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৬টা ১০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
এর আগে গতকাল বুলগেরিয়ার স্থানীয় সময় রাত ৮টায় বিমান বাংলাদেশের এয়ার লাইনসের একটি বিশেষ বিমানে সোফিয়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। এ সময় সোফিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং বুলগেরিয়ার প্রটোকল চিফ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বুলগেরিয়ার ন্যাশনাল গার্ড ইউনিট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
সোফিয়া সফরে শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য দেন। এ ছাড়া বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় যোগ দেন শেখ হাসিনা। সেইসাথে দেশটির প্রেসিডেন্ট রোজেন প্লেভনিলিয়েভের সঙ্গেও সাক্ষাৎ করেন।
আনুষ্ঠানিক আলোচনার পর ঢাকা ও সোফিয়ার অর্থনৈতিক, বাণিজ্য ও কূটনৈতিক খাতে একটি চুক্তি এবং তিনটি এমওইউ সই করা হয়।
গত ১৫ মে বুলগেরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। তবে প্রথম দুইদিন লন্ডনে যাত্রাবিরতি করেন তিনি।