Sat. Sep 20th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: ঢালিউড নায়িকা ও মডেল নাজনীন আক্তার হ্যাপি বিয়ে করতে যাচ্ছেন। গত ৭ মে নিজের বিয়ে প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাসে হ্যাপি লিখেছেন, ‘বিয়ে করতে যাচ্ছি ইনশা আল্লাহ্।’ নিজের বিয়ে প্রসঙ্গে হ্যাপির দেওয়া এটাই প্রথম কোনো স্ট্যাটাস নয়।
গেল বছরের ২১ এপ্রিল নিজের বিয়ে নিয়ে ফেসবুকে হ্যাপি লিখেছিলেন, ‘২৩ এপ্রিল আমার বিয়ে। গুলশান-১-এ অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে। আমি অনেক উচ্ছ্বসিত।’ এরপর পরের দিন হ্যাপি ফেসবুকে আবারো লিখেছিলেন, ‘আমার বিয়ের নিউজ দেখে হাসব না কাঁদব, বুঝতে পারছি না। ইয়েস, আমি বিয়ে করছি, তবে মিডিয়ার কেউ নয়। কালকে পর্যন্ত অপেক্ষা করুন, সব জানতে পারবেন।’
এরপর সেই সময় এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে হ্যাপি বলেছিলেন, বিয়ে নিয়ে তিনি ফান করেছেন। স্ট্যাটাসও দিয়েছিলেন এভাবে- ‘বিয়ের স্ট্যাটাস দেওয়ার পর থেকে সবার কমেন্টস দেখে আমি হাসতে হাসতে শেষৃ অ্যানিওয়েজ, সবার কাছে সরি বিয়ে নিয়ে ফান করার জন্যৃ আমি কোনো বিয়ে করছি না অ্যান্ড করবও না কখনো।’
সত্যিই কি হ্যাপি বিয়ে করছেন বা পাত্রটি কে, এ বিষয়ে কেউ এখনো নিশ্চিত করেননি। আর যেহেতু এর আগেও একবার বিয়ের ঘোষণা নিয়ে ফেসবুকে হ্যাপি ‘মজা’ করেছেন, কাজেই তিনি নিজে স্ট্যাটাস দিলেও এ বিষয়ে পাকাপাকি ঘোষণা দিতে পারছেন না কেউই। তবে রুবেল হোসেনের বিয়ের খবরের সঙ্গে সঙ্গে হ্যাপির এমন ঘোষণা বেশ কৌতূহল জাগায় বটে।
২০১৪ সালে হ্যাপির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বেশ আলোচিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার পেসার রুবেল হোসেন। এ নিয়ে দীর্ঘদিন সরগরম ছিল আদালত থেকে গণমাধ্যম! সম্প্রতি রুবেল হোসেন বিয়ে করেছেন, তবে স্ত্রী সম্পর্কে গণমাধ্যমে এখনো বিস্তারিত কিছু জানাননি।