Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41kখোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: মোবাইল বাজারে উন্নত প্রযুক্তি আবির্ভাবের দরুন আমাদের মোবাইল এখন অনেক বেশি স্লিম ও স্টাইলিশ। যেহেতু এখন উন্নত প্রযুক্তির সময়, তাই স্বাভাবিকভাবেই আমরা এখন দারুন সব মোবাইল হাতে পাবো।
কিন্তু যত দারুন সব মোবাইল বাজারে আসুক না কেন, সেগুলো কী আমাদের একসময়কার খুবই প্রিয় মটোরোলা রেজর ফ্লিপ ফোনের প্রতি সেই ভালোবাসার জায়গাটা দখল করতে পারবে? না, পারবে না।
কারণ ২০০০ সালের পরবর্তী সময়ে যারা মোবাইল ব্যবহার করতেন, বিশেষ করে তাদের মনে খুব ভালো একটা জায়গা দখল করে রয়েছে মটোরোলার রেজার ফ্লিপ মোবাইল। ২০০৪ সালে বাজারে আসা মটোরোলার রেজর ভি-৩ ফ্লিপ মোবাইলটি বিশ্বব্যাপী ১৩ কোটির বেশি ইউনিট বিক্রি হয়েছিল।
মটোরোলার ফ্লিপ মোবাইলের ভক্তদের জন্য সুখবর হচ্ছে, ১২ বছর পর বর্তমানে লেনোভোর মালিকানাধীন এই ব্র্যান্ডটি আবারো বাজারে নিয়ে আসছে বিখ্যাত রেজর ফ্লিপ মোবাইল।